শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


উত্তরায় যুবকণ্ঠের সাহিত্য সভা ও পুরস্কার বিতরণী কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাসিক যুবকণ্ঠ আয়োজিত ‘মাকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আগামীকাল অনুষ্ঠিত হবে।

১৬ মার্চ শুক্রবার বাদ জুমা থেকে রাজধানী উত্তরা বাইতুল মুমিন মাদরাসা এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লেখক গবেষক বিদগ্ধ আলেমেদ্বীন মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইবনে খালদুনের পরিচালক মাওলানা লাবীব আবদুল্লাহ।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাকতাবাতুল আযহারের স্বত্ত্বাধিকারী মাওলানা উবায়দুল্লাহ আযহারী। মুফতি এনায়েতুল্লাহ সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। জহির উদ্দীন বাবর সভাপতি, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। দৈনিক আলোকিত বাংলাদেশ এর সহকারী সম্পাদক আলী হাসান তৈয়ব।

মাওলানা মুনীরুল ইসলাম সেক্রেটারী জেনারেল বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। আবদুল্লাহ আল ফারুক; লেখক, অনুবাদক। সৈয়দ শামসুল হুদা; সম্পাদক, নুরবিডি ডটকম। মুফতি মুহিউদ্দীন কাসেমী। আবদুল গাফফার; সম্পাদক, পাক্ষিক সবার খবর।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন- কাজী আবুল কালাম সিদ্দিক। টিভি উপস্থাপক গাজী মুহাম্মদ সানাউল্লাহ। রোকন রাইয়ান; নির্বাহী সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। মাহবুবুর রহমান নোমানী; লেখক, শিক্ষক। জিয়াউল আশরাফ; সহকারী সম্পাদক নকীব।

মুফতি জাকারিয়া মাহমুদ; সম্পাদক, বাংলাধ্বনি ডটকম। মুহাম্মাদ জাহিদুজ্জামান; সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস খ শাখা। ইমদাদুল হক তাসনিম; নির্বাহী সম্পাদক, ইসলমী বার্তা। রেজা হাসান; সম্পাদক, গাঙচিল। সায়ীদ কাদীর; লেখক ও খতিব। উবায়দুল হক খান; সম্পাদক, প্রতিভা।

হাসান আল মাহমুদ; সম্পাদক, প্রয়াস। রায়হান রাশেদ; নির্বাহী সম্পাদক, তরুলতা। নকীব মাহমুদ; সম্পাদক, তারাফুল। আব্দুল্লাহ আশরাফ; শক্তিমান ছড়াকার।

অনুষ্ঠানটিতে যুবকণ্ঠ টুয়েন্টিফোরে যারা কাজ করে তাদের জন্য রাখা হয়েছে একটি প্রশিক্ষণ পর্ব। প্রশিক্ষণ প্রদান করবেন ওমর শাহ, সহকারী সম্পাদক আমাদের অর্থনীতি। আমিন ইকবাল; সহকারী সম্পাদক আলোকিত বাংলাদেশ।

সভাপতিত্ব করবেন মুফতি নেয়ামতুল্লাহ আমিন; সম্পাদক, যুবকণ্ঠ ও যুবকণ্ঠ টুয়েন্টিফোর। সঞ্চালনায় করবেন হাবীবুল্লাহ সিরাজ; নির্বাহী সম্পাদক, যুবকণ্ঠ ও যুবকণ্ঠ টুয়েন্টিফোর।

যুযারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের যথা সময়ে অবশ্যই উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বকণ্ঠ সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমিন।

একজন আত্মপ্রত্যয়ী আলেমে দ্বীনের কথা!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ