শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


জামিন পেয়ে খালেদা বললেন, ‘আলহামদুলিল্লাহ্‌’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিকেল ৩ টার কিছু পরে বেগম জিয়া জানতে পারেন হাইকোর্ট তাঁকে জামিন দিয়েছে। একজন ডেপুটি জেলার বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর জামিনের খবর দেন। খবর শুনে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌’।

এরপর তিনি ডেপুটি জেলারের কাছে জানতে চান, ‘আমার মুক্তি কবে?’ উত্তরে ডেপুটি জেলার বলেন, ‘আমাদের কাছে জামিনের আদালতের কপি এলেই আমরা ছেড়ে দেবো। আমরা তো ম্যাডাম কাউকে মুহূর্তের বেশি আটকে রাখি না।’

এরপর বেগম জিয়া জানতে চান, ‘আজ কি কাগজ আসবে?’ জবাবে ডেপুটি জেলার তাঁর অজ্ঞতার কথা বলেন। তিনি বলেন, ‘সেটা তো বলতে পারবো না, ম্যাডাম।’

বেগম জিয়ার আনন্দ সংযত হলেও তাঁর গৃহপরিচালিকা জামিনের খবরে বেশ উল্লাস প্রকাশ করেন। কারা সূত্রের খবর হলো, ফাতেমা বেগম জিয়ার কাপড়-চোপড় গোছানো শুরু করেছেন। ডেপুটি জেলার বিদায় নেওয়ার আগে তাঁকে খালেদা জিয়া বলেন, ‘কোনো খবর পেলে আমাকে জানাবে’ সূত্রমতে, জামিনের খবর শোনার পর বেগম জিয়া দুপুরের খাবারের প্রস্তুতি শুরু করেন।’


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ