শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মালয়েশিয়ায় ২৮ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আ্ওয়ার ইসলাম: মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের এক অভিযানে ২৮ বাংলাদেশিকে আটক করা হয়েছে। কুয়ালালামপুরে অবৈধভাবে হোমস্টে ব্যবসা (রাত্রিযাপন কেন্দ্র হিসেবে ভাড়া দেওয়া) করার অভিযোগে তাদের আটক করা হয়।

অভিযানে অবৈধ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন কাগজপত্রের পাশাপাশি নগদ ২৯ হাজার মালয়েশীয় রিঙ্গিত জব্দ করা হয়েছে। গত শুক্রবার এ খবর দেয় মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন।

অভিবাসন বিভাগ কর্তৃপক্ষকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে কুয়ালালামপুরের একটি আবাসিক এলাকায় অভিযান চালানো হয়।

অবৈধ ব্যবসা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয় বলে জানান অভিবাসন সংক্রান্ত মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলি। তিনি বলেন, এসব কোম্পানির মালিকরা তাদের ব্যবসা পরিচালনার অংশ হিসেবে দীর্ঘমেয়াদে ২০টি অ্যাপার্টমেন্ট ইউনিট ভাড়া নিয়েছে।

এরপর কমপক্ষে ১৫০ মালয়েশীয় রিঙ্গিতের বিনিময়ে তারা সেগুলো ভাড়া দিচ্ছে। ভাড়া হিসেবে নগদ অর্থ গ্রহণ করে তারা। যথাযথ ট্রাভেল ডকুমেন্ট না থাকায় আটককৃতদের বন্দি করে রাখা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ