সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনে ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

তালাকপ্রাপ্তা নারীদের জন্য সন্তান লালন-পালনে নতুন আইন করলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের তালাকপ্রাপ্তা নারীরা তাদের সন্তানদের লালন-পালনে এখন আর মামলা করতে হবে না বলে আইন করেছে সৌদি সরকার। তবে পিতা-মাতা উভয়ের সন্তুষ্টিতে এ নিয়ম অব্যহত থাকবে বলে মনে করেন সৌদি আদালত।

সৌদি আদালত নতুন করে তালাকপ্রাপ্তা নারীদের জন্য এ আইন করেছে, তারা ইচ্ছে করলেই আইনী ব্যবস্থা ছাড়াই আদালতকে একটি অনুরোধ জমা দিয়ে তাদের সন্তানদের লালন-পালনের অধিকারিক হতে পারবে।

এ নতুন প্রক্রিয়াটি শেখ ওয়ালীদ আল-সামানি বিচারক ও বিচার বিভাগের উচ্চতর কাউন্সিলের সভাপতির আদালতের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তা চালু করেন।

নতুন এ আইনে বলা হয়, মা সরকারী ও বেসরকারী সংস্থার সমস্ত শিশু সহায়তা সংগ্রহ করতে সক্ষম হবেন, কিন্তু বিচারকের অনুমতি ছাড়া দেশের বাইরে তার সন্তানকে নিয়ে যেতে পারবে না। আল সামানী বলেন, অতীতে মাকে তার সন্তানের লালন-পালনের অধিকার অর্জনের জন্য একটি মামলা দায়ের করার প্রয়োজন হতো। আর এ মামলা দীর্ঘ সময় নিয়ে শেষ হতো।

এতে বিশেষ করে শিশুদের উপর নেতিবাচক প্রভাব পড়ছিলো। তাদের লালন-পালনে অনেক সমস্যা দেখা দিচ্ছিল তাই এ আইন সমাজের তালাকপ্রাপ্তা মায়ের সন্তানদের জন্য খুব কষ্টকর ছিলো।

শিশুদের হেফাজতের অগ্রাধিকার মায়েদের কাছে দিয়ে সরকার খুব ভালো করেছে বলে মন্তব্য করেন আদালতের সিনিয়র একজন আইনজীবী।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ