বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


ওয়াশিংটন সম্মেলন বয়কটের ডাক ফিলিস্তিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

আগামী সপ্তাহে হোয়াইট হাউসে গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে সম্মেলন হওয়ার কথা রয়েছে। কিন্তু এ সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ওয়াশিংটনে সম্মেলনে যোগ দিচ্ছেন না এবং কেউ যেন  ওই সম্মেলনে যোগ না দেয় এমন নির্দেশ দিয়েছেন দিয়েছেন তিনি। খবর ইসরায়েল ন্যাশনাল নিউজ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুসালেমকে ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের মধ্যে যে টানাপড়েন সৃষ্টি হয়েছে এরই প্রেক্ষিতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ নির্দেশ দিয়েছেন।

হোয়াইট হাউসে ওই সম্মেলনে আয়োজক হচ্ছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জ্যাশন গ্রিনব্লাট। তিনি ফিলিস্তিন আরবদের ওই সম্মেলনে যোগ দেয়ার আহবান জানিয়ে বলেছেন গাজা সংকটে ইসরায়েলের আচরণ নিয়ে তার দেশ সচেতন রয়েছে।

এদিকে,  জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য সংকটে সত্যিকারের ও সৎ মধ্যস্ততাকারী হিসেবে মানছে না ফিলিস্তিন।


সম্পর্কিত খবর