শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ট্রাম্পকে সমালোচকদের ব্লক না করার পরামর্শ বিচারকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমালোচকদের টুইটার অ্যাকাউন্ট ব্লক না করে মিউট করে রাখার পরামর্শ দিলেন নিউইয়র্কের জেলা জজ নাওমি রেইস বুচওয়াল্ড।

ট্রাম্পের টুইটার থেকে কাউকে ব্লক করার বৈধতাকে চ্যালেঞ্জ করে করা এক মামলার শুনানি শেষে বৃহস্পতিবার এই পরামর্শ দেন তিনি।

ট্রাম্পের টুইটার থেকে কলাম্বিয়া ইউনিভার্সিটির নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউটকে ব্লক করে দেয়ার অভিযোগে গত বছরের জুলাইয়ে মামলাটি করেন সাত টুইটার ব্যবহারকারী।

টুইটারে কোনো পোস্ট বা অ্যাকাউন্ট মিউট করে রাখলে তাদের সমালোচনাগুলো ট্রাম্প আর দেখতে পারবেন না, কিন্তু যার অ্যাকাউন্ট মিউট করে রাখা হয়েছে, তিনি স্বাভাবিকভাবেই ট্রাম্পের টুইট পড়তে ও প্রতিক্রিয়া দিতে পারবেন।

অন্যদিকে ব্লক করে দেয়া টুইটার ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট লগ আউট করার পর ট্রাম্পের টুইটগুলো পড়তে পারবেন। পরে লিংক কপি করে বা স্ক্রিনশট নিয়ে সেগুলোর সমালোচনা করতে পারবেন। তবে ট্রাম্পকে সরাসরি কোনো প্রতিক্রিয়া দিতে পারবেন না তারা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ