বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


কলেজে মেয়েদের জিনস-স্কার্ট নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ভারতের রাজস্থানের সব সরকারি এবং বেসরকারি কলেজে মেয়েদের জিনস, স্কার্টের মতো পোশাক পরিধান নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।

এ নিয়ে বেশ জনমনে বেশ অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণ মাধ্যম। প্রতিবাদের সরগরম হয়ে উঠেছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমও।

রাজস্থানের সব সরকারি এবং বেসরকারি কলেজের কাছে নির্দেশিকা পাঠিয়ে রাজ্যের কমিশনারেট অব কলেজ এডুকেশন জানিয়েছে, ‘আগামী শিক্ষাবর্ষ থেকেই ড্রেস-কোড চালু করতে হবে।’

কমিশনারেটের নির্দেশ, স্কুলে যেমন ড্রেস থাকে, সেই একই ব্যবস্থা চালু করতে হবে রাজ্যের সবকলেজে। জিনস কিংবা স্কার্টের মতো পোশাকে কলেজে আসা চলবে না। পরতে হবে শাড়ি। সালোয়ার-কামিজও চলতে পারে, তবে সেক্ষেত্রে ওড়না বাধ্যতামূলক।

উল্লেখ্য, ভারতের বেশ কিছু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে জিনস পরায় নিষেধাজ্ঞা রয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ