শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ছবিতে ঐতিহাসিক চরমোনাই মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত সাত মার্চ থেকে শুরু হয়েছে চরমোনাইয়ের ঐতিহাসিক মাহফিল। মাহফিলের বয়ান ও নিউজ কাভার করার জন্য মাহফিলে উপস্থিত রয়েছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম টিম।

টিমের তোলা ছবিতে দেখুন এবারের ঐতিহাসিক মাহফিলের চিত্র। ছবি তুলেছেন, কাউসার লাবীব ও তামিম আহমদ। 

চরমোনাই জামিয়া রশিদিয়া আহসানাবাদ কওমি মাদরাসার ছাদ থেকে তোলা মাঠের একাংশ। এরকম আরও পাচটি বিশালায়তনের মাঠ রয়েছে।

মাহফিলের স্টেজ থেকে সামনের একাংশ।

মাহফিলের স্টেজ থেকে মুসল্লিদের একাংশ।

কওমি মাদরাসার সামনের মাঠ। যেভাবে চারপাশ থেকেই অজুর ব্যবস্থা রয়েছে। মাহফিলে আসা মুসল্লিরা নামাজের জন্য এখানেই অজুর প্রয়োজন সেরে থাকেন।

পুকুর পাড়ে চরমোনাই মাহফিলে অংশ নেয়া লেখকদের কয়েকজন। ছড়াগুরু মহিউদ্দিন আকবর, শীলনবাংলা সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, মাওলানা শাহ জামাল উদ্দীন, তানজিল আমির ও কাউসার লাবীব।

মুসল্লিদের অজুর দৃশ্য

 

নরসিংদীর প্রখ্যাত হাফেজ, শাইখুল হুফফাজ মির্জানগর মাদরাসার মহাপরিচালক হাফেজ মাওলানা হাফিজুল্লাহ’র সঙ্গে টিম আওয়ার ইসলাম।

শাইখ জাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুবের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।

 

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক ও মাওলানা হাবিবুর রহমান মিসবাহর [কুয়াকাটা] বাবা আলহাজ মুসলিম মুসল্লী মুসা।

 

মাহফিলের দ্বিতীয় দিন উলামা সম্মেলনের পর মুনাজাত করছেন দারুল উলুম দেওবন্দের শায়খগণ।

বইয়ের দোকান

হাদিসের দরস দিচ্ছেন দারুল উলুম দেওবন্দের শায়েখে সানি আল্লামা কমরউদ্দীন।

 

সূর্যাস্ত

মাহফিলে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা কয়েকজন। অসুস্থ হয়ে পড়া একজনকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন।

অস্থায়ী হাসপাতালে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

রোগীদের জন্য সার্বক্ষণীক তৎপর থাকেন অনেক ডাক্তার।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা নূরুলহুদা ফয়েজীর অফিসকক্ষ

আরও পড়ুন: চরমোনাই মাহফিলে যা বললেন দেওবন্দের তিন আলেম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ