শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


মুসলিমবিরোধী দাঙ্গা; আইন-শৃঙ্খলা মন্ত্রীর পদ ছাড়তে হলো শ্রীলংকার প্রধানমন্ত্রীকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রীলংকায় অব্যাহত মুসলিমবিরোধী দাঙ্গার কারণে দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে আইন-শৃঙ্খলা মন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে।

প্রেসিডেন্ট মৈত্রিপাল সিরিসেনার বিশেষ ক্ষমতাবলে তাকে ওই পদ থেকে সরিয়ে দেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

দেশটির বিভিন্ন শহরে বর্তমানে জরুরি অবস্থা জারি রয়েছে। গত কয়েকমাস ধরেই সেখানে বৌদ্ধ সম্প্রদায় মুসলিমদের উপর একের পর এক হামলা করে আসছে। এমনকি তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালিয়েছে বৌদ্ধরা।

বর্তমানে পদটিতে রনিল বিক্রমাসিংহের ইউনাইটেড পার্টিরই প্রবীণ নেতা রঞ্জিত মাডুমা বান্দারাকে বসানো হয়েছে।

জানা যায়, বিক্রমাসিংহের দায়িত্ব পালনের দিনগুলোতেই ক্যান্ডি জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা সারা দেশে ছড়িয়ে পড়ে।

সহিংসতা ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্ট সিরিসেনা মঙ্গলবার শ্রীলংকায় জরুরি অবস্থা ঘোষণা করেন।

যে কারণে মুসলিমদের ওপর সহিংসতা বন্ধ করতে পারছে না শ্রীলঙ্কা


সম্পর্কিত খবর