শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


এবার অ্যালকোহলযুক্ত পানীয় আনছে কোকাকোলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কোকাকোলা কোম্পানি তাদের ১২৫ বছরের ইতিহাসে এই প্রথম বাজারে অ্যালকোহল যুক্ত পানীয় আনার পরিকল্পনা করছে। জনপ্রিয় অ্যালকোহলিক পানীয় বা অ্যালকোপপের বাজারজাতকরণের এই উদ্যোগ প্রথম নিচ্ছে কোকাকোলা জাপান। ভোক্তাদের এমন স্বাদের প্রতি আগ্রহকে আর্থিক লাভে পরিণত করতে চায় তারা।

স্থানীয় নাম সচু হাইবল এর সংক্ষিপ্ত রূপ চু-হি। যা বিয়ারের বিকল্প হিসেবে বাজারজাত হয়। এতে সাধারণত ৩ থেকে ৮ শতাংশ ভলিউম অ্যালকোহল থাকে। বিশেষ করে নারীদের মাঝে এর জনপ্রিয়তা বেশি।

জাপানে কোকের একজন জ্যেষ্ঠ নির্বাহী এই পদক্ষেপকে কোকাকোলার বাজারের একটি নির্দিষ্ট অংশের জন্য ছোট পরীক্ষা বলে মন্তব্য করেন। জাপানের বাইরে এই পানীয় বিক্রির পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

জাপানে কোকাকোলার প্রেসিডেন্ট জর্জ গার্দুনো বলেন, আমরা এর আগে অল্প পরিমাণ অ্যালকোহল ক্যাটাগরিটি পরীক্ষা করে দেখিনি। কিন্তু মূল ক্ষেত্রের বাইরেও আমরা কিভাবে সুযোগকে আরও বিস্তৃত করতে পারি তারই উদাহরণ নতুন এই উদ্যোগ।

গত নভেম্বর ওয়েলস ফার্গো বিশ্লেষক বোনি হার্জোগ ধারণা প্রকাশ করেন, কোকাকোলা হয়তো অ্যালকোহলের দিকে ঝুঁকতে পারে।

অ্যালকোপপ বলতে সাধারণ মিষ্টি কিন্তু অ্যালকোহলিক পানীয় বুঝায়। তবে এগুলো তরুণ জনগোষ্ঠিকে অ্যালকোহল পানে উৎসাহিত করেছে বলে সমালোচনাও রয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ