শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সৌদির আকাশপথ দিয়ে ইসরাইলে যাবে ভারতীয় বিমান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ভারতীয় বিমান ইহুদিবাদী ইসরাইলে যেতে পারবে। এ বিষয়ে সমস্ত বাধা দূর করার জন্য সৌদি সরকার ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে। তবে ভারত বিষয়টি গোপন করছে বলে জানা গেছে।

ভারতকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের সুযোগ দেয়ার বিষয়টি গতকাল সোমবার  ওয়াশিংটনে নিশ্চিত করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে এয়ার ইন্ডিয়া।

তবে ভারতীয় বিমান সংস্থাটি আজ জানিয়েছে, তারা এ বিষয়ে সৌদি সরকারকে অনুরোধ করেছে কিন্তু এখনো ইতিবাচক জবাব পায় নি।

এদিকে, ইসরাইলি বিমান কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, সৌদি আকাশসীমা ব্যবহারের জন্য রিয়াদের কাছ থেকে অনুমতি পেয়েছে এয়ার ইন্ডিয়া। তাদের বিমান সৌদির আকাশ দিয়ে ইসরাইলের বেনগুইরন বিমানবন্দরে যেতে পারবে। তবে ওই মুখপাত্র এ সম্পর্কে বিস্তারিত জানাতে চান নি।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ