শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


পুলিশের দায়িত্ব নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা করা: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)  ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের।

পুলিশের দায়িত্ব নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষা করা, মানুষের জানমালের নিরাপত্তার বিধান করা। নির্বাচনের সময় ইসির নির্দেশ অনুযায়ীই পুলিশ দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে উপ-নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে ইসির সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘নির্বাচনের সময় কমিশন আমাদের যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো।

তিনি আরও বলেন, ‘প্রতিদিনই পুলিশের কাজ একেকটা চ্যালেঞ্জ। পুলিশ কাজে যোগ দেওয়ার পর থেকেই চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকে।

সুতরাং যখন যে চ্যালেঞ্জ সামনে আসবে, সে চ্যালেঞ্জ আইনের মধ্যে থেকে, পেশাদারিত্বের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আমরা পালন করি।’

কোথাও যদি ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে পুলিশের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ব্যত্যয় ঘটলে আইনে তো বলাই আছে।

কেউ যদি নির্বাচন ভণ্ডুল করার চেষ্ট করে, অথবা আইন-শৃঙ্খলা ব্যাঘাত ঘটায়, তখন কী ধরনের ব্যবস্থা নিতে হবে, তা আইনে লিপিবদ্ধ আছে।

আইন অনুযায়ী অতীতেও ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও নেওয়া হবে বলেও জানিয়েছেন আইজিপি জাবেদ পাটোয়ারী।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ