শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


টাঙ্গাইলে বাউবিরে এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ১৪ শিক্ষার্থীকে বহিস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.তারিকুল ইসলাম তাহের
টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এইচএসসি একাদশ শ্রেণীর বাংলা ১মপত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ১৪ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষায় ওই শিক্ষার্থীদের বহিস্কার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) শরীফ আহমেদ।

কেন্দ্র সূত্রে জানা যায়, উপজেলার ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি)অধীনে এইচএসসি একাদশ শ্রেণীর বাংলা ১মপত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৫২ জন। শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন ১২৭ জন ।

অনুপস্থিত ছিল ২৫ শিক্ষার্থী । পরীক্ষায় অসদোপায় অবলম্বন করার দায়ে ১৪ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরীফ আহমেদ বলেন, ফলদা শিহাব উদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে বাউবির পরীক্ষায় অসদোপায় অবলম্বন করার অভিযোগ ছিল।শুক্রবার সকালে অনুষ্ঠিত বাংলা ১ম পত্র পরীক্ষায় ওই অভিযোগে ১৪ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ