বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


মিয়ানমারে বোমা হামলার দায়ে ৬ বৌদ্ধ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম  :  মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে এ সপ্তাহের শুরুতে বোমা বিস্ফোরণ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে অন্তত ছয়জনকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে। আনাদলুর সংবাদ।

সিত্তে শহরের পুলিশ স্টেশানের এক কর্মকর্তা আনাদলুকে নিশ্চিত করেছেন যে, গ্রেফতারকৃতরা সবাই নৃতাত্ত্বিক রাখাইন বৌদ্ধ জাতিগোষ্ঠীর।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তাটি জানান, স্থানীয় আদালত গ্রেফতারকৃতদের দুই সপ্তাহের রিমান্ড অনুমোদন করেছে।

তিনি আরও জানান, সন্দেহভাজনদের মধ্যে রাখাইন জাতিগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী দল আরাকান ন্যাশনাল কাউন্সিলের (এএনসি) একজন একজন সদস্যও রয়েছে।

গত শনিবার ভোর ৪টায় সিত্তের কয়েকটি স্থানে একাধিক বোমা হামলা চালানো হয়। স্থানীয় আদালত ও ভূমি রেকর্ড অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ হামলা চালানো হয়।

হামলায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে অবিস্ফোরিত তিনটি বোমাও উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বুধবার শান প্রদেশের লাশিও শহরে এক ব্যাংকে বোমা হামলা চালানো হলে দুই ব্যাংক কর্মকর্তা নিহত হন এবং আহত হন আরও ২২ জন। এ ছাড়া গত রবিবার একই শহরে ফের বোমা হামলা হয়।

উল্লেখ্য, এসব অঞ্চলে স্থানীয় জাতিগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী দল তৎপর রয়েছে। সূত্র : আনাদলুর/পরিবর্তন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ