বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


বাংলাদেশের পথে দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুজিবুল্লাহ কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী, দেওবন্দ থেকে: মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, শায়খুল মা’কুলাত হজরতুল আল্লাম মাওলানা মুজিবুল্লাহ কাসেমি ১০ দিনের সফরে রওয়ানা হয়েছেন বাংলাদেশের পথে।

আজ বুধবার ভারতীয় সময় সকাল ১০ টা ১৫ মিনিটে নয়া দিল্লি থেকে স্পাইসজেটের একটি ফ্লাইটে আকাশপথে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করবেন৷

হযরত বাংলাদেশে পৌঁছলে তার অভ্যর্থনায় থাকবেন ঢাকা গুলশান নতুন বাজার ‘জামিয়া সাঈদিয়া কারীমিয়া’র (সাঈদ নগর মাদ্রাসা) সিনিয়র মুদাররিস মুফতী আব্দুল আজীজ কাসেমীসহ হযরতের একাধিক শাগরেদ৷

এদিকে বাংলাদেশে হজরতের মেজবান মুফতি হেমায়েত উল্লাহ কাসেমি জানিয়েছেন, ‘মাওলানা মুজিবুল্লাহ সাহেব রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে বেশ ক’টি বড় বড় মাদরাসার দীনি প্রোগ্রামে অংশ গ্রহণ করবেন।

জানা যায়, তিনি আগামী ৭ মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশে’র আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সাহেবের আমন্ত্রণে বিদেশি মেহমান হিসেবে চরমোনাইর আগামী ফাল্গুনের মাহফিলে অংশ গ্রহণ করবেন৷

দেওবন্দে হজরতের শাগরেদ মুহাম্মদ মুহাম্মাদ রাশেদুল ইসলাম, নাঈমুল ইসলাম ও তাওফিক খন্দকারসহ আরো একাধিক সূত্রে জানা গেছে, হজরত চরমোনাই মাদরাসার ৩ দিনব্যাপী মাহফিলে উলামা, তলাবা ও আওয়ামদের পৃথক পৃথক বয়ান পেশ করবেন৷

মাহফিল শেষে আগামী ১০ মার্চ হযরত দেওবন্দের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন৷

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ