শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ইনিই শায়খ আস সুদাইসের ছেলে আবদুল্লাহ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মুসলিমদের কাছে সর্বোচ্চ পবিত্রতম স্থান মসজিদুল হারাম। সেই হারাম শরিফের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান ইবনে আবদুল আজিজ আস-সুদাইস‏।

স্বভাবতই মুসলিমকার একজন প্রিয় ব্যক্তি। দুনিয়াজোড়া এ খ্যতিমান স্কলার ১৯৬০ সালে রিয়াদে জন্ম গ্রহণ করেন। ২০০৫ সালের নির্বাচিত হন বছরের সেরা ইসলামিক ব্যক্তিত্ব।

শায়খের তিন ছেলের মধ্যে সবচে বড় আবদুল্লাহ আস সুদাইস। নিচের ছবিতে দেখুন তিনি তিন ছেলেকে নিয়ে মক্কার একটি হিফজখানা দাঁড়িয়ে আছেন। নিচের আরেকটি ভিডিওতে তিনি তার সন্তানদের সাথে মাদরসার ব্যাঞ্চে বসে আছেন।

ছেলেদের উৎসাহিত করতে তিনি অংশ নিয়েছিলেন মাদরাসার উদ্বোধনী ক্লাসে। এ ঘটানা যখন আবদু্ল্লাহ আস সুদাইস ছোট।

শায়খ বর্তমানে মক্কা-মদিনা বা হারামাইন শরিফাইনের সম্মানিত প্রধান ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর হৃদয়স্পর্শী সম্মোহক তেলাওয়াতে মুগ্ধ সারা বিশ্ব।

ইউটিউবে তাঁর ছেলে আবদুল্লাহর তেলাওয়াত নেই বললেই চলে। তবে মক্কা-মদিনার সম্মানিত ইমাম-খতিবসহ শীর্ষ আলেমদের সামনের একটি তেলাওয়াত মক্কার আওয়ালিতে ২০১৪ সালে অনুষ্ঠিত প্রথম কেরাত সম্মেলনের উদ্বোধন হয় শায়খ সুদাইস-তনয়ের এ আতরধোয়া কণ্ঠে।

এ ছাড়া আরেকটি তেলাওয়াত বড় একটি কেরাত মাহফিলের- আমরা পাঠকের জন্য তুলে ধরছি।

https://twitter.com/AlBayanNews/status/912361789295398913

সূত্র: ইন্টারনেট


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ