শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


আকাবিরের চিন্তার পতাকাবাহী ছিলেন এই দুই মনীষী : বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের দুই প্রখ্যাত আলেম মাওলানা আহমদুল্লাহ আশরাফ ও মাওলানা মোস্তফা আজাদ রহ. এর ইন্তেকালে বেফাকের নেতৃবৃন্দ এক গভীর শোক প্রকাশ
কওমি মাদরাসা শিক্ষা উন্নয়ন ও বিস্তারের জন্য মাওলানা আহমদুল্লাহ আশরাফ রহ. ও মাওলানা মোস্তফা আজাদ রহ. ব্যাপক ভূমিকা রেখে গেছেন বলে বিজ্ঞপ্তীতে বলা হয়।

বিজ্ঞপ্তীতে আরো বলা হয়, এই দুইজন আলেম ছিলেন আকাবিরের পতাকাবাহী।আকাবির ও আসলাফের চিন্তা-চেতনা অনুযায়ী তারা শিক্ষা ও রাজনীতির ময়দানে অনন্য অবদান রেখেছেন। তাদের হারিয়ে আমরা আজ শোকাহত।

মাওলানা আহমদুল্লাহ আশরাফ রহ. তার জীবনে হাফেজ্জি হুজুর রহ. এর চিন্তা-চেতনা লালন করতেন এবং মাওলানা মোস্তফা আজাদ রহ. দেওবন্দ ও মাদানি রহ. এর আদর্শ লালন করতেন।

শোক প্রকাশ করেছেন ,বেফাকের চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক  আল্লামা শাহ আহমদ শফি, বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলি, বেফাকের সহ-সভাপতি আল্লামা আনোয়ার শাহ, আল্লামা মাহমুদুল হাসান , আল্লামা নুর হুসাইন কাসেমি, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস।
এছাড়াও স্বাক্ষর করেন বেফাকের যুগ্মমহাসচিব মুফতি মাহফুজুল হক, মনজুর ইসলাম আফেন্দী , মাওলানা নুরুল আমিন প্রমূখ।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ