বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


১টি লেবুর দাম ৯ হাজার ৮০০ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবু অপছন্দ করেন এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। তবে একটি লেবুর মূল্য কত হতে পারে? বড়জোর ১০-১২ টাকা। কিন্তু কখনও কি শুনেছেন একটি লেবুর দাম ৯৮০০ (৭৬০০ রুপি) টাকা হয়! হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে।

অনেকে ভাবতে পারেন এই লেবুতে মূল্যবার কোন দ্রব্য বসানো আছে। কিন্তু ব্যাপারটা মোটেও তেমনটা নয়। আসলে দিন কয়েক আগে এই লেবুটি শিবরাত্রিতে শিবের পূজায় ব্যবহার করা হয়েছিল। ভারতের তামিলনাড়ুর ইরোড় জেলার পাঝাথিন্নি করুপান্নান মন্দিরে পূজার পর শুক্রবার লেবুটিকে নিলামে তোলা হয়। সেখানেই এক ভক্ত লেবুটি কিনে নেন ৯৮০০ টাকার বিনিময়ে। শিবগিরির কাছে ওলাপালায়ম গ্রামের এক ব্যক্তি লেবুটি কেনেন।

শুধু লেবুই নয়, পুজোয় ব্যবহৃত অন্যান্য বেশ কিছু সামগ্রী নিলামে তুলেছিল মন্দির কর্তৃপক্ষ। নারকেলসহ নানা ধরনের ফলমূল, রূপার পাত্রের মতো জিনিসও চড়া মূল্যে বিক্রি হয় নিলামে।

টিএ


সম্পর্কিত খবর