শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বিজেপির কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা ভারতের জন্য দুর্ভাগ্য!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ভারতের দুর্ভাগ্য যে বিজেপি কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আছে।’ তিনি আজ সোমবারপশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেডিয়াম মাঠে এক জনসমাবেশে দেয়া ভাষণে ওই মন্তব্য করেন।

মমতা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘ওরা মানুষের সব অধিকার কেড়ে নিচ্ছে। মানুষকে বলছে আধার কার্ড নাও, সেই কার্ডে টাকা রেখে সব টাকা লোপাট হয়ে গেল।’

তিনি বলেন, ‘বাংলায় অনেক গ্রামে এখনো ব্যাঙ্ক নেই, আমরা সেখানে সমবায় ব্যাঙ্ক চালু করেছি। কেন্দ্রীয় সরকার এফআরডিআই বিল আনছে, এর মাধ্যমে মানুষের টাকা আত্মস্যাৎ করবে।মানুষের টাকা আজ ব্যাঙ্কে নিরাপদ নয়। জনগণের টাকা অন্যদের দিয়ে দেয়া হচ্ছে।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নয়, আরো অনেক ব্যাঙ্ক আছে, এদের মাথায় কোন কোন ছাতা আছে সেটা তদন্ত করা প্রয়োজন। কারা সুরক্ষা দিয়েছে? আমি মনে করি নোটবাতিলের(৫০০/১০০০ টাকার নোট) এক বছর আগে থেকে ওই পরিকল্পনা করা হয়েছে। কিছু কিছু ব্যাঙ্কে ইচ্ছেমতো লোক নেওয়া হয়েছিল এর সব তথ্য আছে। তথ্য কখনো মিথ্যে কথা বলে না।’

মমতা বলেন, ‘মানুষ ভালো থাকলে তবেই আমরা ভালো থাকবো। সবাই মিলেমিশে চলবেন। যখন চারদিকে দাঙ্গা হয়, এই জেলা দাঙ্গা করে না, আপনাদের এজন্য অভিনন্দন জানাই। আমরা মানুষে মানুষে ভেদাভেদ করি না, দাঙ্গা বাধাই না। মিথ্যে কথা বলে মানুষের ভোট নিই না। টিভির সামনে চাটুকারিতা করে বক্তৃতা দিয়ে মানুষকে প্রতারণা করি না।’

তিনি বলেন, ‘আমি পুরোহিতদের যেমন সম্মান করি, ইমামদেরও তেমন সম্মান করি। বাংলার দৃষ্টিভঙ্গি অনেক বড়। আমরা কথায় নয় কাজে করে দেখাই।

মুর্শিদাবাদ জেলার উন্নয়ন নিয়ে অনেক রাজনীতি হয়েছে।’ ‘এতদিন শুধু মানুষের কাছ থেকে শুধু নেয়া হয়েছে, মানুষকে কিছু দেয়া হয়নি’ বলেও মুখ্যমন্ত্রী মমতা আজ বলেন।

এইচজে


সম্পর্কিত খবর