বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


বিশেষ মুনাজাতে শেষ হলো ৩ জেলার ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে আজ শনিবার শেষ হলো তাবলীগ জামাতের তিন দিনব্যাপী গাজীপুর জেলা ইজতেমা। মুনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের অন্যতম সুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের।

দীর্ঘ ২৪ মিনিটের মুনাজাতে নিজ নিজ গুনাহ মাফের জন্য মহান আল্লাহ তালার অশেষ রহমত কামনা করেন তিনি। এ সময় মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়েন এবং আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা প্রাঙ্গন।

একুশে বইমেলা ২০১৮’র সব বই দেখতে ও সংগ্রহ করতে ক্লিক করুন 

শনিবার বাদ ফজর ইজতেমায় বয়ান করেন মাওলানা ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনিছ। মুনাজাতের আগে হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের মুসল্লিদের উদ্দেশে ঈমান আমলের উপর অত্যন্ত ফজিলতপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান করেন।

মুনাজাতে অংশ নেন গাজীপুর-২ আসনের এমপি জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।

এদিকে আওয়ার ইসলামের শরিয়তপুর প্রতিনিধি মুহাম্মদ আশরাফ জানিয়েছেন, বেলা ১২ টা থেকে ১২.২০ মিনিটে বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে শরীয়তপুর জেলা ইজতেমা।

মুনাজাতে প্রায় ১ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। জেলার বাইরে থেকে প্রায় ১০০ টি জামাত যোগ দিয়েছে ইজতেমায়।

আয়োজকদের ধারণা, এ ইজতেমা থেকে প্রায় ৫০ টি জামাত ১ চিল্লা ও ৩ চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হবে।

একই দিন দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে লালমনিরহাটের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোনাজাত শুরু হয় লালমনিরহাট কালেক্টরেট মাঠের এ ইজতেমায়। এতে মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলনা রবিউল হাসান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাদ ফজর একই সঙ্গে গাজীপুর, শরিয়তপুর ও লালমনিরহাট জেলায় ইজতেমা শুরু হয়েছিল।

তাবলিগ নিয়ে মাওলানা রাবে হাসানি নদভীর বক্তব্যে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ