শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বিএনপির সমাবেশের আবেদন দেখবে ডিএমপি : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   সমাবেশ করার বিষয়ে অনুমতি চেয়ে বিএনপির আবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিষয়টি দেখবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা হুমায়ূন কবিরের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘জীবন স্মৃতি-২’-এর প্রকাশনা উৎসবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আগামী ২২ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে বিএনপি। গতকাল শুক্রবার সাংবাদিকদের বিষয়টি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, বিএনপির কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় না। সরকার কোনো শান্তিপূর্ণ সমাবেশ মিটিং সেটা রাজনৈতিক হোক, সামাজিক হোক কোনোটাতেই বাধা দিচ্ছে না। তিনি বলেন,  ‘অনুমতি দেওয়ার সময় আমাদের আবেদন থাকছে যাতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে করা হয়।’

সমাবেশ  নিয়ে বিএনপির আবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সম্প্রতি সভা-সমাবেশের ওপর ডিএমপি কমিশনার যে নিষেধাজ্ঞা জারি করেছেন তা এখনো প্রত্যাহার হয়নি। সেটা প্রত্যাহার হলে কোথায় সমাবেশ করলে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হবে না তা পুলিশ কমিশনার স্থির করবেন। তিনি বলেন, আবেদনের বিষয়টি দেখবেন ডিএমপি কমিশনার।

পৌর মেয়র নায়ার কবিরের এর সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকাদির চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান।

 

এ ছাড়া রায়ে তিনি সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন অবস্থান, অনশন, মানববন্ধনসহ নানা বিক্ষোভ কমর্সচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে সমাবেশের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে দলটি।


সম্পর্কিত খবর