শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


তামিল গানের বিরুদ্ধে ধর্মের অবমাননায় মুসলিম যুবকদের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। সপ্তাহের শুরু থেকে শুধু তাকে নিয়েই আলোচনা  কাশ্মীর থেকে কন্যাকুমারী জোড়ে।সপ্তাহ ব্যাপী আলোচিত এই অভিনেত্রীর  বিরুদ্ধেই পুলিশের কাছে দায়ের হল অভিযোগ।

বলাই বাহুল্য এই প্রতিবেদনের আলোচ্য ব্যক্তি হচ্ছে ‘ওরু আদার লাভ’ ছবির নায়িকা প্রিয়া। ছবি মুক্তির আগেই দু’টি শর্ট আলোচনার শিরোনামে উঠে এসেছে ওরু আদার লাভ।

কলকালা ২৪ এর তথ্য মতে, যে গানের ফুটেজ সামনে এসেছে বিতর্ক সেই ‘মানিক্য মালার‍্য পুভি’ গানটি নিয়েই। এই গানটি আঘাত করেছে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে। সেই কারণে ওই গানের শ্রষ্ঠা এবং ছবির নায়িকা প্রিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একদল মুসলিম যুবক।

নিজামের শহর হায়দরাবাদের ফালাকনুমা থানায় ভারতের এ অভিনেত্রীর  বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগকারীদের বক্তব্য, গানের লাইন ‘মানিক্য মালার‍্য পুভি’ ইংরেজিতে অনুবাদ করলে যে বাক্যটি হচ্ছে সেটি ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ সা. এর সম্মানের সঙ্গে অত্যন্ত অসম্মানজনক।

 

সূত্র: আনন্দ বাজার 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ