শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


অনলাইনে জিহাদি উপকরণ মুছে দেবে যুক্তরাজ্যের নতুন সফটওয়্যার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনলাইনে জিহাদ সংক্রান্ত বিষয়বস্তু শনাক্ত এবং তাৎক্ষণিকভাবে মুছে দেয়ার জন্য নতুন সফটওয়্যার তৈরি করেছে যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাড বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে ৯৪ শতাংশ আইএস কর্মকাণ্ড শনাক্ত করা সম্ভব।
লন্ডনের একটি ফার্ম নতুন এই সফটওয়্যারটি তৈরি করেছে।

অনলাইন দুনিয়ায় ইসলামিক স্টেট গ্রুপ আইএসের নানারকম অডিও-ভিডিও উপকরণসহ বড় ডাটাবেস আছে। ওই জিহাদ সংক্রান্ত উপকরণ দিয়ে নানারকম প্রচারণা চালিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে জিহাদে অণুপ্রাণিত করা হয়।

মধ্যপ্রাচ্যে আইএস যোদ্ধাদের সঙ্গে যোগ দেয়ার উদ্দেশে পাশ্চাত্য দেশগুলোর বহু তরুণ-তরুণী তাদের বাড়িঘর ছেড়েছে। পাশ্চাত্যের উন্নত বহু দেশেই সন্ত্রাস দমন বিভাগের তদন্তকারীরা বিষয়টি নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে পড়ছেন।

পশ্চিমা দেশের এসব অল্পবয়সী ছেলেমেয়েরা হঠাৎ তাদের বাড়িঘর থেকে নিখোঁজ হয়ে যায়। পরে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে অনেকের। এদের বড় অংশকে উদ্বুদ্ধ করা হয়েছে অনলাইন প্রচারণার মাধ্যমে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই জায়গাটিতে কাজ করবে নতুন সফটওয়্যারটি।আগামীতে সব প্রতিষ্ঠানের জন্য এই প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করা হতে পারে।

বিবিসি/এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ