শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

পরীক্ষা হলে উত্তর বলে দিতে অস্বীকৃতি : শিক্ষকের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলী এসএসসি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা হলে শিক্ষার্থীকে উত্তর বলে না দেওয়ায় উপজেলার বাজিতা নিউ মার্কেটের সামনে শিক্ষকের ওপর হামলা  করেছে ছাত্র ও অভিভাবকরা।হামলায় আহত শিক্ষককে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বরাবরে লিখিত অভিযোগ এবং  মির্জাগঞ্জ থানায় সাধারণ জিডি করেছেন ঝাটিবুনিয়া ম,ই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন।

অভিযোগে জানা যায়, উপজেলার কাঠালতলী পরীক্ষা কেন্দ্র কাঠালতলী আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজের ১১নং পরীক্ষা হলে গত ৭ ফেব্রুয়ারি ইংরেজী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা পরিদর্শক মো. জসিম উদ্দিনের কাছে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের পরিক্ষার্থী মো. কাওসার একটি প্রশ্নের উত্তর জানতে চাইলে তিনি তা বলে দিতে অস্বীকৃতি জানান।

অতঃপর গতকাল শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে বাজিতা নিউ মার্কেটের মোশারফ হোসেনের স’মিলের সামনের সড়কে শিক্ষার্থী কাওসারের নেতৃত্বে  ওৎ পেতে থাকা ৭-৮জন যুবক ও অভিভাবকরা মিলে শিক্ষক জসিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।

স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,আমি অভিযোগ পেয়েছি এবং থানায় জিডি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে অচিরেই যথাপোযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

/কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ