শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


জনসচেতনতায় সাড়া ফেলেছেন ‘অগ্রযাত্রা’র ভিন্নরকম প্রচারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি

‘অগ্রযাত্রা’ একটি শান্তি সংঘ। নিত্যনতুন ও অভিনব কার্যক্রম করে ব্যাপক সাড়া ফেলেছে।
যা গড়ে উঠেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদীর উত্তরবঙ্গ খ্যাত নয়াহাটি, পাড়াতলা, পরিখারপাড় ও বড়কান্দার স্থানীয় যুবকদের উদ্যোগে।

সংগঠনের সদস্যরা এলাকার রাস্তা-ঘাট, স্থানীয় বাজার ও স্কুলের বিভিন্ন গাছে লাগিয়েছে জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগান, দোয়া ও নীতিবাক্য। আছে পবিত্র কুরআন-হাদীসের বিভিন্ন উদ্বৃতি।

জনসচেতনতামূলক এসব টিনপ্লেইট এখন এলাকাটির গাছে গাছে ঝুলছে৷ যা এলাকার সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে৷

এ ব্যাপারে সংগঠনের উপদেষ্টা তারিকুল ইসলাম বলেন, তাদের এ কার্যক্রমের জন্য দিনে অন্তত একজন মানুষও যদি মহান আল্লাহর গুণগান গেয়ে উঠেন এবং একজন মানুষও যদি সচেতন হয় তাতেই তারা সার্থক৷

আমাদের প্রতিনিধির কথা হয় এক মুরুব্বী সাথে, তিনি বলেন বিকালে হেঁটে বাজারে যাচ্ছি, রাস্তার পাশের গাছে দেখি লাগানো সুবহানাল্লাহ। দেখে খুব ভালো লাগলো, সারা রাস্তা জপতে জপতে গেলাম৷ মুরুব্বী তাদের প্রশংসা করে সংগঠনের সকলের জন্য দুয়াও করেন৷

সংগঠনের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান বলেন, গজারিয়া ইউনিয়নে কাজী গোলাম সারোয়ার চেয়ারম্যান হবার পর এ গ্রামে দুইটি অরাজনৈতিক সংগঠন তার উৎসাহে সৃষ্টি হয়েছে, যারা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে সকলের বাহবা পাচ্ছেন৷

তাদের দেখে বিভিন্ন পাড়ায় এ ধরনের সংগঠন আরো গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন৷

সংগঠনটি পূর্বের কমিটি ভেঙ্গে একান্ন সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে শফিকুল ইসলাম ইমরান সভাপতি, সিনিয়র সভাপতি আরাফাত জাদু, সহ-সভাপতি ফারুক আহমেদ ও সামিউল বাসির, সাধারণ সম্পাদক ইউসুফ নবী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ফিল্টন ও আজিজুল হক, কোষাধ্যক্ষ আমির হোসেন এবং রসি মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বলে জানা যায়।

এক বৃদ্ধার কবিতা শুনে কাঁদলেন ওমর রা.


সম্পর্কিত খবর