বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


শান্তি আলোচনায় চীন ও আরব লীগকে চায় ফিলিস্তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় চীন ও আরব লীগকে অন্তর্ভুক্ত করতে চায় ফিলিস্তিন।

ইসরাইলের সঙ্গে আলোচনায় মার্কিন সরকার তেল আবিবের প্রতি পক্ষপাতিত্ব করায় এমন অবস্থান নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ড. রিয়াদ মানসুর বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ইসরাইল-ফিলিস্তিন সঙ্কটের সমাধান করতে হবে। মার্কিন কর্তৃত্বের অধীনে নয়।

বৃহস্পতিবার ফিলিস্তিনের এ কূটনীতিক সাংবাদিকদের বলেন, আমরা বলছি কয়েকটি শক্তির উপস্থিতি আলোচনা সফল হতে সহায়তা করবে। ইসরাইলের সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ দেশের কর্তৃত্বের বদলে সম্মিলিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, কথিত এই শান্তি আলোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদও যুক্ত হতে পারে।

সূত্র: প্রেসি টিভি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ