শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


টেকনাফে নৌকা উল্টে তিন রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে  কক্সবাজারের টেকনাফ উপকূলে সাবরাং খুরেরমুখ সংলগ্ন সাগর উপকূলে নৌকাটি উল্টে যাওয়ায় তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

এসময় আরও ৫১ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হল, মিয়ানমারের বুচি দং কুলপাতংয়ের মোহাম্মদ ইয়াছিনের চার মাসের মেয়ে ওমর সালমা, আব্দুল আজিজের সাত মাসের ছেলে আয়ুব ও আব্দুল হাইয়ের সাত বছরের ছেলে আব্দুল নবী।

জীবিত উদ্ধার কয়েকজন রোহিঙ্গা জানান, তারা মিয়ানমারের মংডু শহরের দংখালী বালুরচর থেকে পালিয়ে আসছিলেন। শিশু, নারী ও পুরুষ মিলে ৫৪ জনের দলটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকায় বুধবার রাতে রওনা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে টেকনাফে ঢুকতে না পেরে তারা সাগরপথ পাড়ি দিয়ে টেকনাফের পশ্চিম তীরের দিকে যায়। সেখানে সাগর পাড়ের কাছাকাছি পৌঁছালে নৌকাটি ঢেউয়ে উল্টে যায়। তাদের চিৎকার শুনে কূলের জেলেরা গিয়ে উদ্ধার করে। তবে তিন শিশু নিখোঁজ হয়। পরে তাদেরর লাশ ভেসে উঠে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ