বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


মাদারীপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে পুলিশের এক এসআই সহ কমপক্ষে ২০জন আহত হন।

বৃহস্পতিবার রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন মীর নাজমুল হোসেন।

পুলিশ জানায়, উপজেলার টেকেরহাট বন্দরে বৃহস্পতিবার বিকালে ক্রিকেট খেলার সময় পক্ষপাতিত্ব করা নিয়ে দুই কিশোরের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়। পরে  ঘটনাটি দুই গ্রাম পূর্ব সরমঙ্গল ও ঘোষালকান্দির মধ্যে ছড়িয়ে যায়।

গ্রামবাসী দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে টেকেরহাট বাসস্ট্যান্ডের পূর্ব-পশ্চিমে মুখোমুখি অবস্থান নিয়ে তিন ঘণ্টা ব্যাপী সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ১০/১২ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় পুলিশের এসআই মীর নাজমুলসহ কমপক্ষে ২০জন আহত হন। মারাত্মক আহত নাজমুলকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনা নিশ্চিত করেছেন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ