শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মোরেলগঞ্জে দুই মাদরাসা শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাগেরহাট: বাগেরহাটরে মোরেলগঞ্জ কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালে অনিয়মের জন্য দু’জন মাদরাসা শিক্ষককে কেন্দ্র থেকে বহিষ্কার ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দাখিল পরীক্ষার ৫ম দিন আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দাখিল পরীক্ষার ১০৭নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারি কমিশনার(ভূমি) মো. আলমগীর হুসাইন এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সোমাদ্দারখালী ইসলামীয়া দাখিল মাদরাসার সহকারি মৌলভী আব্দুর রাজ্জাককে ৩০ হাজার এবং লেহাজিয়া দাখিল মাদরাসার সহকারি মৌলভী মো. আলী হায়দারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আলমগীর হুসাইন বলেন, ৮নং কক্ষে ওই দুই শিক্ষক কোড নম্বর অনুযায়ী উত্তরপত্র বিতরণ করেননি। ফলে কেন্দ্রে বিশৃংখলার সৃষ্টি হয়। সেখানে তাদের দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট বসিয়ে দণ্ডাদেশ দেওয়া হয়।

প্রশ্নফাঁস; লজ্জাও আজ শরম পায়!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ