শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


চালের দাম ৪০ টাকার নিচে নামিয়ে আনার বিপক্ষে বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

প্রতি কেজি মোটা চালের দাম ৪০ টাকার নিচে নামিয়ে আনা ঠিক হবে না। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চা প্রদর্শনী-২০১৮ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে তারা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলবে। আর কৃষক যদি ধান চাষে আগ্রহ হারায় তাহলে আমরা সমস্যায় পড়বো। এখনও আমরা খাদ্য উদ্বৃত্তের দেশ হিসেবেই থাকব। কারণ বন্যার পরও এ বছর যে ফসল আসবে তাতে আমরা খাদ্য উদ্বৃত্তের দেশ হিসেবেই থাকব।’
সরকারের হিসাব অনুযায়ী মোটা চালের কেজি প্রতি বিক্রয়মূল্য ৪৩-৪৫ টাকা বলেও জানান বাণিজ্যমন্ত্রী। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত ৪০ টাকার নিচে কখনও চালের দাম আসবে না। এটা বাস্তবসম্মত হবে না।’
এ সময় বাণিজ্য সচিব শুভাশীষ বসুসহ বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ