বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


শ্বশুরের সাথে আলোচনা সময়ের অপচয়: ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্নফাঁস নিয়ে গত ২ ফেব্রুয়ারি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। যাতে তিনি লিখেন, 'প্রশ্নফাঁসের মূল হোতা কে সেটা খুঁজে বের করা সরকারেরই দায়িত্ব। কিন্তু আমরা আর চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নষ্ট হয়ে যাক। আমাদের বাঁচান, আগামীর প্রজন্মকে বাঁচান।'

সেই স্ট্যাটাসে ইমরানের এক অনুসারী মন্তব্য করেন, 'আপনার শ্বশুর আর শাশুড়ি এ ব্যাপারে ভাল বলতে পারবেন। আমাদের ভাবি সাহেবানও জেনে থাকতে পারে মূল হোতা কে বা কারা!'

এর উত্তরে ইমরান এইচ সরকার বলেন, 'সেটা তাদের বলাই ভালো। আমি ভাই নিরীহ মানুষ!'

উল্লেখ্য, বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামাতা ইমরান এইচ সরকার। প্রশ্নফাঁস নিয়ে ইমরানের ওই স্ট্যাটাসটিতে ১৪ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তার ওই পোস্টটি শেয়ার করা হয়েছে ১৭৯ বার। এতে অনেক মন্তব্য এসেছে।

ওই স্ট্যাটাসে আরেক ব্যক্তি লিখেন, 'স্ট্যাটাস না দিয়ে আপনার শ্বশুর (শিক্ষামন্ত্রী) এর সাথে আলোচনা করুন। জাতি উপকৃত হবে।' ওই মন্তব্যের উত্তর ইমরান লিখেছেন, '(শ্বশুরের সঙ্গে আলোচনার) অনেক চেষ্টা করেছি। সময়ের অপচয় ছাড়া কিছু না।'

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ