বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধা-০১(সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন রংপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা জিএম মাহতাব উদ্দিন।

গতকাল রবিবার সন্ধ্যায় তিনি এই ঘোষণা দেন জানিয়েছেন, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক।

আব্দুল মালেক জানান, ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৪ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৬ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২৩ ফেব্রুয়ার। ভোট গ্রহণ আগামী ১৩ মার্চ।

উল্লেখ্য, ২০১৬ এর ৩১ ডিসেম্বর সরকার দলীয় সংসদ সদস্য মুনজুরুল হক লিটন নিজ বাড়ি সুন্দরগঞ্জের শাহবাজ গ্রামের মাস্টারপাড়ায় আততায়ীদের গুলিতে নিহত হন।

এরপর এ আসনের উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ জয়ী হন। কিন্তু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর তিনিও মৃত্যুবরণ করায় আসনটি আবার শূন্য হয়।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ