সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

৮ ছবিতে জেনে নিন মেক্সিকোয় ইসলামের চিত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: উত্তর আমেরিকায় অবস্থিত মেক্সিকো। ফুটবলের জন্য বিশ্বে ছড়িয়েছে পরিচিতি। এ অঞ্চলে মুসলিমের সংখ্য খুবই নগন্য। মাত্র এক সতাংশ। আবার এদের অধিকাংশই ধর্মান্তরিত মুসলিম। তবে ইসলামের পবিত্রতা ও সুমহান আদর্শ এখানকার মানুষকে ক্রমেই আকর্ষণ করছে।

আয়তনে বিশ্বের ১৩ তম বৃহৎ রাষ্ট্র মেক্সিকো। আর জনসংখ্যার ঘনত্বের দিক থেকে পৃথীবির ১১ তম দেশ। দেশটির জনগণের মধ্যে ৮২ ভাগই ক্যাথলিক খ্রিস্টান।

জানা যায়, মেক্সিতো ১০ হাজারের বেশি মুসলিম রয়েছে। এখানে আছে মসজিদ, ইসলামিক রিসার্চ সেন্টারসহ নানা ইসলামি সংস্থা। মেক্সিকোর প্রথম মসজিদের নাম ‘মেজকোইতো সুরায়া’।

মেক্সিকোর চিয়াপাস রাজ্যটি প্রাচীন মায়া সভ্যতার একটি অংশ ছিল৷ সেখানকার একটি আদিবাসী গোষ্ঠীর মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে৷ তাদের নিয়ে একটি প্রতিবেদন করেছে ডিডব্লিউ। আসুন দেখে নেই ছবিতে বিস্তারিত তথ্য।

default

খ্রিস্টান থেকে ইসলাম: ছবিতে ৬৪ বছর বয়সি উমরকে দেখতে পাচ্ছেন৷ একসময় তিনি এভানজেলিক্যাল গির্জার যাজক ছিলেন৷ নব্বই দশকের শেষ দিকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন৷

default

ঐক্যের প্রতীক: মেক্সিকোর চিয়াপাস রাজ্যের সান ক্রিস্টোবাল ডে লাস কাসাস শহরে বাস করেন উমর৷ ইসলাম ধর্ম গ্রহণ করার পর স্থানীয় মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছেন তিনি৷

‘‘আমাদের একেশ্বরবাদী ধর্ম,’’ বলেন তিনি৷ ‘‘তবে আমরা সন্তের পূজা করি না৷’’

default

মুসলিম সম্প্রদায়: উমর সহ কয়েকশ মুসলমানের বাস চিয়াপাস রাজ্যে৷ তাদের অধিকাংশই সোসিল সম্প্রদায়ের অন্তর্গত৷ ইসলাম ধর্ম গ্রহণের আগে তাঁরা ক্যাথলিক সহ খ্রিস্টান ধর্মের অন্যান্য গোষ্ঠীর অংশ ছিলেন৷ ছবিতে ২০ বছরের আনিসাকে কুরান শরিফ পড়তে দেখা যাচ্ছে৷

Related image

ধর্মান্তরের কারণ: আশির দশকের শেষ দিকে স্থানীয়রা ইসলাম ধর্ম গ্রহণ শুরু করে৷ ঐ সময় চিয়াপাস রাজ্যে সাপাতিস্তা মুভমেন্টে ছড়িয়ে পড়ছিল৷ ফলে পুঁজিবাদসহ খ্রিষ্টান ধর্ম সমালোচনার মুখে পড়েছিল৷

default

পোশাক: এখানকার মুসলিম পুরুষরা মাথায় টুপি, স্থানীয়ভাবে যা ‘কুফি’ নামে পরিচিত, আর নারীরা মায়া সভ্যতার ঐতিহ্যবাহী শাল দিয়ে বানানো হিজাব পরেন৷

default

স্থানীয়দের মাঝে প্রতিক্রিয়া: ছবির ব্যক্তিটি মুস্তফা৷ তিনি জানান, ‘‘আমরা যখন ধর্মান্তরিত হই তখন মানুষ আমাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে ছিল৷ তারা ভেবেছিল আমরা সন্ত্রাসী, তাই তারা আমাদের ভয়ও পেয়েছিল৷’’

তবে সময়ের সঙ্গে তা ঠিক হয়ে গেছে৷ ‘‘আমাদের কাজ দেখে তাদের মতামতে পরিবর্তন আসে,’’ বলেন তিনি৷

default

এক শতাংশের কম: মেক্সিকোর মোট জনসংখ্যা ১২ কোটি৷ এর মধ্যে প্রায় ৮৩ শতাংশ ক্যাথলিক খ্রিস্টান। আর মুসলমানের সংখ্যা এক শতাংশেরও কম৷

default

পবিত্র ধর্ম: ৫৫ বছরের মোহাম্মদ আমিনকে নামাজ পড়তে দেখতে পাচ্ছেন৷ ইসলাম গ্রহণ করার কারণ সম্পর্কে রয়টার্সকে তিনি বলেন, ‘‘এটা একটা পবিত্র ধর্ম৷ এই বিষয়টিই আমাকে আকৃষ্ট করেছে৷’’

যে ৮ কথা সন্তানকে কখনোই বলা উচিত নয়


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ