বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


খুলনায় ইশা ছাত্র আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন খুলনা মহানগর, খুলনা জেলা ও সরকারি বিএল কলেজ শাখার ‘জেলা সম্মেলন -১৮’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩ টায় নগরীর শহীদ হাদিস পার্কে বাস্তবায়ন কমিটির আহবায়ক, খুলনা জেলা উত্তর শাখার সভাপতি শেখ আমীরুল ইসলামের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী অান্দোলন বাংলাদেশ এর নায়েবে অামীর মাও. অাব্দুল অাউয়াল। এতে প্রধান অালোচক ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র অান্দোলন এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ এবং বিশেষ আলোচক ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাও. অাব্দুল অাউয়াল বলেন, বিশ্ব রাজনীতি এখন চরম সংকটকাল অতিক্রম করছে। একদল ক্ষমতালোভী তারা ক্ষমতার জন্য উঠেপড়ে লেগেছে, আরেকদল ক্ষমতাসীনরা ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করছে।

তিনি বলেন, বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে চার M দ্বারা, তাহলো, Men, Muscle, Money and  Media (জনশক্তি, পেশীশক্তি, অর্থ ও মিডিয়া)।

সে ধারাবাহিকতায় ই.শা.ছাত্র আন্দোলন জনশক্তির সংখ্যা ও গুণগত শ্রেষ্ঠত্ব অর্জন করে এই চার শক্তির মিলন ঘটিয়ে আগামী বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। এজন্য ই.শা.ছাত্র আন্দোলনের প্রত্যেক কর্মীকেই সংখ্যা ও গুণ উভয় ভিত্তিতেই শ্রেষ্ঠ জনশক্তিতে গড়ে উঠতে হবে বলে তিনি মন্তব্য করেন।

প্রধান অালোচকের বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, জাতির মেধা বিকাশে প্রশ্নপত্র ফাস রোধ করতে হবে। শিক্ষা উপকরণ সহজলভ্য ও সহনীয় মূল্যে আনতে হবে। ক্যম্পাসগুলো থেকে সন্ত্রাস দূর করে শিক্ষার পরিবেশ সুন্দর করতে হবে।

সরকারেও প্রতি আহবান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের উপর সকল দমনপীড়ন বন্ধ করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আদর্শ ও নৈতিক শিক্ষা দিতে হবে। সেশনজট দূর করতে হবে। শিক্ষিত বেকারের সংখ্যা গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে তা রোধ করতে দলীয়করণ নয় মেধার মূল্যায়ন করতে হবে। সকল প্রকার অপসংস্কৃতি ও অনিয়ম রোধে ই.শা.ছাত্র আন্দোলনের বিকল্প নেই।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- খুলনা জেলা উত্তর সাধারণ সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম, দক্ষিণ সাধারণ সম্পাদক, আ. আল-মামুন, বি.এল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান।

সম্মেলনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি কেসিসি মেয়র প্রার্থী অধ্যক্ষ মাও. মুজ্জাম্মিল হক, জেলা সভাপতি মাও. আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি শেখ মো. নাসির উদ্দীন, সেক্রেটারি মুফতি আমানুল্লাহ, জেলা সেক্রেটারি শেখ হাসান ওবায়দুল করীম, ইঞ্জিঃ এজাজ মানসূর, আব্দুল্লাহ আল-মামুন, জি.এম সজীব মোল্লা, মো. তরিকুল ইসলাম কাবীর, আলহাজ্ব মাও. দ্বীন ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ  মোস্তাফিজুর রহমান, মো. জাহিদুল ইসলাম, মাও. গাজী নুর আহম্মাদ, মাও. তাওহীদূল ইসলাম, হাফেজ নাজিম ফকির, মো. আবুল কালাম আজাদ, কে.এম আব্বাস আলী, এম, এ হাসীব গোলদার, এস,কে নাজমুল হাসান, আলফাত হোসেন লিটন, সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল-নোমান, মো. হাসানুজ্জামান, মো. খালিদ সাইফুল্লাহ, আ. সালাম জায়েফ, মো. মইনূল ইসলাম, মো. নাসির হোসেন, মো. নাজমুস সাকিব, বেলাল, নাজমূল হুদা, আল-আমীন, এনামূল, আবু রায়হান প্রমূখ নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে মুহা. ইসহাক ফরিদী কে সভাপতি, মো. সাইফুল ইসলাম কে সহ সভাপতি, মুহা. খালিদ সাইফুল্লাহ কে সাধারণ সম্পাদক করে খুলনা মহানগর, শেখ আমিরুল ইসলাম কে সভাপতি, এস কে নাজমুল হাসান কে সহ সভাপতি, এম নাজমুল হুদা কে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা এবং মো. হাসানুজ্জামান কে সভাপতি, মো. নাসির উদ্দিন কে সহ সভাপতি ও কাজী আল আমিন কে সাধারণ সম্পাদক করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বিএল কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ