সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’

নৈতিক শিক্ষা অর্জনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মাওলানা হুছামুদ্দীন ফুলতলী বলেছেন, পৃথিবীতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিবাবকদেরও সচেতন থাকতে হবে। জাগতিক শিক্ষার মাধ্যমে জীবন পরিচালনা করতে হব।

তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকে। শুধু লেখাপড়া করলে চলবে না, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করা একান্ত প্রয়োজন।

গতকাল ৩১ জানুয়ারী বুধবার সিলেট নগরীর উপশহরে অবস্থিত শাহজালাল মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শাহজালাল মডেল মাদ্রাসার চেয়ারম্যান ও ক্লাসিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লবিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক এনাম উদ্দিন ও হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটনের ডেফুটি পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিছাবাহ উদ্দিন, সাবেক কাউন্সির এডভোকেট ছালেহ আহমদ সেলিম, মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা বদরুল ইসলাম, কোরআনিক হোম ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর কামরুল ইসলাম, মাওলানা আব্দুল মুকিত,মাওলানা মোতাহির হোসেন, মোস্তাফিজুর রহমান পপু, আলিমউদ্দিন আলিম।

এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

এসএস/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ