বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কিছু না লেখাই ভালো : শামসুজ্জামান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন,  বইয়ের মধ্যে আপত্তিকর কিছু আছে কিনা সেটা দেখার জন্য পুলিশের পক্ষ থেকে বাংলা একাডেমিতে মাঝে মাঝে এসে বই পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছে। কিন্তু বই আছে ১৩ হাজারেরও বেশি, আর এতো বই এভাবে দেখাও সম্ভব না। আর তাছাড়া বাংলা একাডেমীর নীতিমালায় এই কথাটি নেই। শুধু একটি কথাই বলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এরকম কিছু যেন না লেখা হয় বলে মন্তব্য করেন। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আগের বছরের তুলনায় এবারের মেলায় নতুন কী যোগ হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এই বছরের বই মেলায় পরিসরের পাশাপাশি প্রকাশনা ও সংগঠনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। প্রতিষ্ঠান এবং সংগঠন বলতে আমি বোঝাচ্ছি প্রকাশনা প্রতিষ্ঠান এবং সংগঠন বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ইত্যাদি। গত বছরে সাড়ে ৩শ’র মত প্রতিষ্ঠান ছিল এবার সেটি ৪৫৫তে এসে দাঁড়িয়েছে।

নিরাপত্তা এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে তিনি আরও বলেন, এবার ২৫টি প্যাভিলিয়নের ব্যবস্থা করা হয়েছে যেখানে আগের বছরে ছিল ১৩টি। রাস্তার পরিসরও বড় করা হয়েছে। এছাড়া যারা বইমেলায় আসবে তারা ঘুরে দেখার সময় ক্লান্ত হয়ে যায় তাহলে তাদের বিশ্রাম নেওয়ার জন্য বসার জায়গা করা হয়েছে।

আর নিরাপত্তার বিষয়ে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সাথে কথা বলা হয়েছে তার গুরুত্বের সাথে নিরাপত্তার বিষয়টি দেখবে। পাশাপাশি সংস্কৃতিমন্ত্রীও এই বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন এবং প্রধানমন্ত্রী নিরাপত্তার বিষয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। আর এবছর যেহেতু নির্বাচনী বছর সেহেতু একটু খারাপ অবস্থারতো সৃষ্টি হতে পারে। তাই বিষয়টি নজরে রেখেই নিরাপত্তা জোরদার করা হয়েছে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ