বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


‘গয়েশ্বরকে আটকের বিষয়টি সরকারের অশুভ ষড়যন্ত্রের অংশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেছেন, "দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গোয়েন্দা (ডিবি) পুলিশের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি সরকারের অশুভ ষড়যন্ত্রের একটি অংশ।"

মঙ্গলবার রাত পৌনে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্য়ালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, "রাত পৌনে ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে। কিন্তু প্রথমে বিষয়টি পুলিশ স্বীকার করেনি। বিএনপি সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই পুলিশ স্বীকার করেছে। আমরা চাই অবিলম্বে গয়েশ্বর চন্দ্রকে তার পরিবার ও দলের কাছে ফিরিয়ে দেওয়া হোক।"

গাড়ি থামিয়ে তুলে নেওয়ার ঘটনায় দলের পক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, একজন রাজনীতিবিদকে এভাবে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা সভ্য রাষ্ট্রে নজিরবিহীন ঘটনা। এটা একটি সরকারের ভয়ংকর গভীর ষড়যন্ত্রের অংশ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

এ সময় দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর