রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৬ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬


ওয়াইফাই'র পরিবর্তে আসছে লাইফাই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ওয়াইফাই-এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ কিন্তু ইন্টারনেট স্পিড স্লো হওয়ার কারণে সেখানেও বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন ওয়াইফাই ব্যবহারকারীরা৷ সেই সমস্যা এবার হয়তো লাইফাই সমাধান করবে বলে মনে করছেন অনেকেই৷ কিন্তু কি এই লাইফাই?

Lifi- এমন এক প্রযুক্তি যা কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়াইফাই-এর থেকে প্রায় ১০০ গুণ এগিয়ে৷ এটি কাজ করবে এলইডি বালবের সাহায্যে৷ আপনার বাড়িতে লাগানো এলইডি বালবও হাইস্পিড ডেটা ট্রান্সমিট করবে৷ তবে এর জন্য ওয়াইফাই বা ব্রডব্যান্ডের প্রয়োজন হবে না৷

এতে অনেক বেশি স্পিডে ডেটা ট্রান্সমিট করার জন্য এলইডি বালব এবং লাইট স্পেকট্রাম ব্যবহার করা হয়৷ ওয়াইফাইয়ে সাধারণত এক রুম খেরে অন্যরুম বা আরও কিছুটা বেশি রেঞ্জে কানেক্টিভিটি পাওয়া যায়৷ কিন্তু লাইফাইয়ের রেডিয়াস প্রায় ১ কিলোমিটার৷


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ