শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


আজও আদালতের পথে খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার সকাল ১০টা ৪৫ মিনিটে গুলশানের বাস ভবন ফিরোজা থেকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতের উদ্দেশে রওনা দেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতের পথে রওনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে এ মামলাটির বিচারকাজ চলছে।

এদিকে মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, যুক্তিতর্ক উপস্থাপনের প্রথম দিনে, খালেদা জিয়ার সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড চেয়েছে দুদক। যুক্তিতর্কের শুরুতে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল দাবি করেন, ক্ষমতার অপব্যাবহার করে অবৈধভাবে অর্থ আদায়ের জন্য জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করা হয়েছিল।

তবে আসামি পক্ষের দাবি জিয়া চ্যারিটেবল ট্রাস্টে ক্ষমতার অপব্যবহার বা অবৈধ লেনদেন হয়নি। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ২০১০ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ