শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


শুরু হচ্ছে বইমেলা; প্রতিদিন বিকাল ৩টা থেকে চলবে রাত ৯টা পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর মাত্র ১ দিন বাকী। তারপরেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০১৮। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ মঙ্গলবার বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে ১ ফেব্রুয়ারি বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই মেলা উদ্বোধন করবেন । উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৭ প্রদান করবেন প্রধানমন্ত্রী।

গতবারের  চেয়ে আধা ঘণ্টা সময় বাড়ানো হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। অন্যান্য বছর এ সময় ছিলো সাড়ে ৮টা পর্যন্ত।

এছাড়া ছুটির দিন সকাল ১১টা থেকে রাত ৯টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও মেলার পরিচালক জালাল আহমেদ।

বাংলা একাডেমির মহাপরিচালক জানান, এবার বই মেলায় বাংলা একাডেমি চত্বরকে সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক শওকত আলীর নামে নামাঙ্কিত করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর