শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ভৈরবে আসেছেন বাইতুল মুকাদ্দাসের খতীব শায়খ ইয়াকুব আব্বাসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসানা, কিশোরগঞ্জ প্রতিনিধি: ভৈরবে আসছেন বাংলাদেশে সফররত মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের গ্রান্ড ইমাম ও  খতিব শায়খ আলি ওমর ইয়াকুব আব্বাসি।

আগামীকাল বুধবার ৩১ জানুয়ারি ভৈরবের প্রস্তাবিত ট্রমা হসপিটাল মাঠে ওমর বিন খাত্তাব রা. তাহফিজুল কুরআন মাদরাসার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক আজমতে কুরআন মাহফিলে তিনি প্রধান অতিথি অংশগ্রহণ করবেন।

উলামায়ে দেওবন্দ নবী আদর্শের প্রকৃত অনুসারী: শায়খ আলী ইয়াকুব

এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ইংল্যান্ডের বিশিষ্ট টিভি আলোচক, লন্ডন আল ফালাহ সেন্টারের চেয়ারম্যান, প্রবাসী ড. ফরিদ আহমদ খান।

[caption id="" align="alignnone" width="480"]Related image শায়খ আলি ওমর ইয়াকুব আব্বাসি[/caption]

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার দারুল আররকামের প্রিন্সিপাল শাইখ সাজিদুর রহমান, জামিয়া রাহমানিয়া বেরতলার প্রিন্সিপাল মাওলানা জুবায়ের আহমদ আনছারী, আল্লামা শাহ আহমদ শফী সাহেবের খলিফা মুফতি ওমর ফারুক সন্দিপী,জামিয়া রাহমানিয়া শাইখুল হাদীস মাওলানা মামুনুল হক, মাওলানা মুহাম্মাদ উল্লাহ হাফিজ, ক্বারী নাজমুল হাসান সহ প্রমুখ ওলামায়ে কেরাম উপস্থিত খেকে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন।

উল্লেখ্য, শায়খ আলি ওমর ইয়াকুব আব্বাসি গত ২৬ জানুয়ারি ড. ফরিদ আহমদ খানের আমন্ত্রণে বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশে এসছেন। ৮ দিনের সফর শেষে ৩ ফেব্রুয়ারি দিনি বাংলাদেশ ত্যাগ করবেন।

ফিলিস্তিনের দুই মেহমান; আল আকসার খতিব কে?

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ