শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


মাওলানা ইসহাকের ভেটোতে আটকে গেলেন মুফতি ইজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর মাওলানা মো. ইসহাকের ভেটোতে নেজামে ইসলাম পার্টির বিএনপি নেতৃত্বধাীন ২০ দলীয় জোটে যোগ দেয়ার েইস্যুটি ঝুলে গেছে। এমনটাই জানা গেছে বাংলাট্রিবিউনের এক প্রতিবেদনে।

রবিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর নেজাতে ইসলাম পার্টির ২০ দলীয় জোটে শরিক হওয়ার কথা ছিল। কিন্তু শরিকরা এতে আপত্তি তুলেছেন।

জানা যায়, খালেদা জিয়ার সঙ্গে নেজামে ইসলাম পার্টির বৈঠকে নেজামে ইসলাম পার্টির ২০ দলীয় জোটে যোগদানের বিরোধিতা করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মো. ইসহাক।  তিনি মুফতি ইজহারের আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেন বলে জানা গেছে।

জানা যায়, মাওলানা ইসহাকের সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে প্রতিনিধি মাওলানা মহিউদ্দীনও মুফতি ইজহারের জোটে যোগ দেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেন।

এর আগে গতকাল শনিবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে নতুন শরিক দল হিসেবে যোগ দিতে জোট নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী।  সে বৈঠকে সিদ্ধান্ত হয় তার দল জোটে শরীক হবে।

২০ দলীয় জোটে যোগ দিচ্ছেন মুফতি ইজহার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ