বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত? বিশেষ ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগ বন্ধ বাড়তে পারে তাপমাত্রা, দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টির আভাস দুর্ঘটনা থেকে বাঁচতে যে দোয়া ও আমল করতেন হযরত উসমান রা.

ব্রাজিলে নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ব্রাজিলের উত্তর পশ্চিমাঞ্চলের একটি নাইটক্লাবে সশস্ত্র বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশেটির পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে ১৫ জনের অধিক অস্ত্রধারী তিনটি সশস্ত্র গাড়িতে করে ফোরো ডু গাগো নাইটক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা মাদকপাচারের সঙ্গে জড়িত একটি অপরাধী দলের সদস্য।

ফরো দো গাগো ক্লাবে এই হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সিয়েরা রাজ্যের নিরাপত্তামন্ত্রী আন্দ্রে কোস্তা। গ্লোবো নিউজ নেটওয়ার্ক কোস্তাকে উদ্ধৃতি করে জানিয়েছে, এ ঘটনায় ভীত ও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

এ ধরনের ঘটনা একবারই ঘটে। যেমনটা সারা বিশ্বেই ঘটে থাকে। যে ঘটনায় ৫০-৬০ জন নিহত হয়। এ ধরনের ঘটনা বন্ধ করার ক্ষেত্রে পুলিশের কিছুই করার ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি।

গত বছর সিয়েরায় পাঁচ হাজার ১১৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। যেটি ২০১৬ সালের তুলনায় ৫০ শতাংশ বেশি। ২০১৩ সালে রাজ্যটি সংঘটিত অপরাধের তথ্য প্রকাশ শুরু করার পর থেকে এটিই ছিল এক বছরে সবচেয়ে বেশি হত্যার ঘটনা।

এর আগে ২০১৫ সালে সিয়েরার আরেকটি নৈশক্লাবে গুলিবর্ষণের ঘটনায় ১১ জন নিহত হয়েছিল। নিহতদের অধিকাংশই কিশোর বয়সী ছিল। এই হামলার আগ পর্যন্ত সেটিই ছিল রাজ্যটিতে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ