বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


হাসপাতাল থেকে ফিরেছেন আল্লামা নূর হোসাইন কাসেমী; বারিধারা মাদরাসায় উৎসবের আমেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ
বিশেষ প্রতিবেদক

দেশের শীর্ষ আলেম জামিয়া মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল আল্লামা নূর হোসাইন কাসেমী সুস্থ হয়ে মাদরাসায়।  তিনি মাদরাসা ফিরে আসায় বারিধারা মাদরাসায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

আজ শুক্রবার সকাল ১০টায় ডাক্তারের তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।  হাসপাতাল থেকে তিনি সরাসরি জামিয়া মাদানিয়া বারিধারা চলে আসেন।  তিনি সকাল ১০.৩০ মিনেটে মাদরাসায় পৌঁছান।

আল্লামা কাসেমী'র ছেলে মাওলানা জাবের কাসেমী আওয়ার ইসলামকে জানান, চিকিৎসাধীন অবস্থায় কখনও কখনও কিছুটা সুস্থতা অনুভব করলেও অধিকংশ সময় অসুস্থ ছিলেন ৷

বিশেষত শারীরিক দুর্বলতার শিকার ছিলেন৷ ডাক্তার নিয়মিত স্যলাইন পুস করেছেন ৷ তবে সব অসুস্থতার পরও তিনি নিয়মিত ইবাদত, কুরআন তিলাওয়াত ও ওজিফা পাঠ করেছেন ৷

হাসপাতালে অবস্থানকালে মাঝে জমিয়ত, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক নেতবৃন্দ এবং দূর প্রবাস থেকেও অনেকে তার সার্বক্ষণিক খোঁজ রেখেছেন বলে জানান তার ছেলে।

মাওলানা জাবের কাসেমী যারা তার বাবার খোঁজ নিয়েছেন এবং দোয়া করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে রাজধানী গুলশানের ইউনাইটেড হসপিটালে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত থাকায় চিকিৎসাধীন ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ