শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ৩৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  দক্ষিণ কোরিয়ায় একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ২৭০ কিলোমিটার দূরে মিরিয়ং শহরের সেজুং হাসপাতালে শুক্রবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এবিসি।

আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর বলেও জানা যায়। দেশটির স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টার দিকে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সিজং নামে হাসপাতালটি অবিস্থত|

এক কর্মকর্তা জানান, আগ্নিকাণ্ডের সময় হাসপাতালে দুই শতাধিক রোগী ছিলেন। যাদের মধ্যে বেশির ভাগই বৃদ্ধ।

ফায়ার সার্ভিসের প্রধান ম্যান-উ জানিয়েছেন, এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে হাসপাতালের ইমার্জেন্সি রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ