বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


টাকা গণনা প্রসঙ্গে উপকারী দুটি কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিউল আকরাম : টাকা গণনা করার ক্ষেত্রে টাকার 'বুকের দিক' নিচের দিকে রেখে আর 'পিঠের দিক' উপরের দিকে রেখে গণনা করা উচিত। কারণ, টাকার বুকের দিকে প্রানীর ছবি যুক্ত থাকে, যা না দেখাই উত্তম।

আপনি যদি টাকার পিঠের দিক উপরের দিকে রেখে গণনা করেন, তাহলে আপনাকে প্রানীর ছবি দেখতে হবে না। এটা হচ্ছে দীনী ফায়দা।

আর দুনিয়াবী ফায়দা হচ্ছে- টাকা ছেঁড়া বা ফাটা থাকলে তা সহজেই আপনার নজরে পড়বে। কারণ, ছেঁড়া-ফাটা টাকায় তালি বা পট্টি পেছনের দিকেই লাগানো থাকে।

আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।আমীন।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ