শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


চট্টগ্রামে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২৮ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২৮ জানুয়ারি চট্রগ্রামে অুষ্ঠিত হবে ১৮তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন। নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন উপলক্ষে চট্টগ্রামে প্রথমবারের মতো আসছেন মুসলমানদের প্রথম কেবলা ফিলিস্তিনের বাইতুল মাকদিস তথা আল আকসা মসজিদের গ্রান্ড ইমাম শাইখ ড. ইকরমা সাইদ আবদুল্লাহ সাবরী।

আজ (গতকাল) সোমবার সকালে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজক শাহদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্র্যান্ড মুফতি ২৫ জানুয়ারি ঢাকায় আসবেন। তারপর ২৬ জানুয়ারি বায়তুল মোকাররমে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশ নেবেন তিনি। পরে ২৮ জানুয়ারি চট্টগ্রাম এসে সম্মেলনে অংশ নেবেন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, গ্র্যান্ড খতিব কেরাত সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে এশার নামাজে ইমামতিও করবেন। এ ছাড়া মিসরসহ বিশ্বের খ্যাতনামা কারিগণও সম্মেলনে উপস্থিত থাকবেন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ