শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


১০০ কোটি টাকার বান্ডিলের উপর ঘুমাতেন তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের কানপুরে এক ব্যক্তির বাড়ি থেকে ১০০ কোটি টাকার বাতিল নোট উদ্ধার করা হয়েছে। এর উপর ঘুমাতেন ওই ব্যক্তি।

এ খবর জানার পর পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে।

জানা গেছে, টাকা লেনদেনের ব্যবসায়ী অশোক খাতরির বাড়ি থেকে বাতিল নোটগুলি উদ্ধার করেছে পুলিশ। ৫০০ এবং ১০০০ টাকার বাতিল নোটে ভর্তি ছিল বিছানা। ২০১৬ সালের নভেম্বরেই মোদি সরকার এই নোট দু’‌টি বাতিল করে দিয়েছিল।

পুলিশ কর্মকর্তা এ কে মিনা বলেন, ‘‌বিশেষ সূত্রে খবর পেয়ে আমরা কানপুরে অশোক খাতরির বাড়িতে তল্লাশি অভিযান চালাই। তার ঘরের বিছানা থেকে এই বাতিল নোটগুলি উদ্ধার হয়েছে। বাতিল নোট দিয়েই তৈরি করা হয়েছিল বিছানাটি। এখনও নোটের গণনা চলছে।’

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আয়কর দপ্তরকেও খবর দেওয়া হয়েছে। অশোক খাতরি সহ এই ঘটনার সঙ্গে যুক্ত বেশ কিছুজনকে জেরা করা হচ্ছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ