বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


নারায়ণগঞ্জ সংঘর্ষ: আমরা কাউকে ছাড়বো না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালজানিয়েছেন, নারায়ণগঞ্জে মেয়র সেলিনা হায়াত্ আইভি ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবেনা।

‘যারা অস্ত্র দেখিয়েছে, যারা নিজের হাতে আইন তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা খতিয়ে দেখছি। ভিডিও ফুটেজ দেখে কারা করেছে তাদের ধরার জন্য প্রচেষ্টা নিচ্ছি এবং কী কারণে করল, তার পুরোপুরি একটা ইনকোয়ারি আমরা করছি।’

তিনি বলেন, ‘এটুকু অ্যাসিওরেন্স দিচ্ছি, আমরা কাউকে ছাড়বো না। যেই আইন ভঙ্গ করবে তার ব্যবস্থা অবশ্যই হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার শহরের ফুটপাত হকারমুক্ত করা নিয়ে আইভী ও শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হন।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ