বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


কারাগারে অসুস্থ শায়খ সালমান আওদাকে হাসপাতালে স্থানান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: শায়খ সালমান আওদায়ের পুত্র আব্দুল্লাহ আওদা এক টুইট বার্তায় বলেছেন, জেদ্দার জাহবান কারাগারে চার মাস থেকে আটক তার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সৌদির নির্ভরযোগ্য এক টুইটকারীর একাউন্টে দাবি করা হয়, শারীরিক অবস্থার অবনতির কারণে সালমান আওদাকে হাসপাতালে নেওয়া হয়েছে। শায়খ সালমান আওদাকে গত ডিসেম্বর অন্যান্য আলেমদের সাথে আটক করা হয়।

রকমারি ডটকমে বিক্রির শীর্ষে যে ১০ ইসলামি বই

ইতোপূর্বে কয়েকজন সৌদি টুইটার ব্যবহারকারী বলেন, কাতারের আমীর শায়খ তামিম ও সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের মাঝে টেলিফোন সংলাপের বিষয় প্রকাশের পর শায়খ সালমান আওদা আল্লাহর কাছে “সকল অন্তরকে কোমল করে দিন” এই দোয়া টুইট করায় সৌদি সরকার তাকে আটক করে।

দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আলেমদের গ্রেফতারের নিন্দা জানিয়ে তাদের তাৎক্ষণিক মুক্তি দাবী করেন।

পাশাপাশি আন্তর্জাতিক সম্মিলিত ওলামা পরিষদ সৌদি সরকারকে রাজনৈতিক মতভেদে আলেমদের জড়িত না করার আহ্বান জানান।

সূত্র: আল-জাজিরা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ